"পাঠক,পাঠিকাদের মতামত বা মন্তব্যই তো লেখকদের লেখিকাদের পুনরায় লিখিবার একমাত্র প্রেরণা। তাই দয়া করিয়া মতামত দিতে ভুলিবেন না, তা সে যেমনই হউক না কেন ।"
http://tobey-shono.blogspot.com
রামধনু রং গায়ে মাখবো বলে, গিয়েছিলেম নীল আকাশের কোলে, গিয়ে দেখি চারদিক সব ফাঁকা, বুঝলাম আমি নিতান্তই বোকা। ধরায়ে ফিরে দেখি সবুজ ঘাসে, আমায় দেখে গঙ্গাফরিং হাসে, হয়ত বা রঙ লেগেছিল গায়ে, চোখ দিয়ে কি সকল দেখা যায়?
No comments:
Post a Comment
অনুগ্রহ করে আপনার ব্ক্তব্য এইখানে অবশ্যই লিখুন......