"পাঠক,পাঠিকাদের মতামত বা মন্তব্যই তো লেখকদের লেখিকাদের পুনরায় লিখিবার একমাত্র প্রেরণা। তাই দয়া করিয়া মতামত দিতে ভুলিবেন না, তা সে যেমনই হউক না কেন ।" http://tobey-shono.blogspot.com

Friday, January 20, 2012

কেমন করে ছাড়ি

ছেড়ে দেবো পদ্য লেখা,
অনেক দিনের সাধনা,
যখন তখন ব্যঙ্গ করা,
কক্ষনো তা সয় না।
ছাড়তে আমি পারবো না যে,
মানবে না তো মন,
লেখা ছেড়ে দিলে আমায়,
ছাড়বে পাঠকগণ?


- চন্দ্রভানু গুপ্ত, জানুয়ারী, ২০১২

No comments:

Post a Comment

অনুগ্রহ করে আপনার ব্ক্তব্য এইখানে অবশ্যই লিখুন......

Related Posts Plugin for WordPress, Blogger...