এক যে ছিল রাজা,
সে খেত বেগুন ভাজা।
বেগুনে ছিল পোকা,
খেয়ে রাজা হলেন বোকা।
রাজার বাড়ির বামুন ঠাকুর,
খায় সুধু সে সিদ্ধ কাঁকুড়।
খাইয়ে তাকে বেগুন ভাজা,
বলেন রাজা, "বাড়ি যা সোজা,
এদিকমুখো হলে আবার,
এক কোপেতে করবো সাবাড়"।
- চন্দ্রভানু গুপ্ত, মার্চ, ২০০৪
Tweet
No comments:
Post a Comment
অনুগ্রহ করে আপনার ব্ক্তব্য এইখানে অবশ্যই লিখুন......