শিশুকালে ধুলা বালির মধ্যে খেলিয়া বড় হওয়া, এবং শেষকালে এই নশ্বর দেহের
আবার ধুলা বালিতেই বিলীন হওয়া - মধ্যখানটা কি ধুলা বালি বিহীন হইবে? ধুলা
আমাদের জীবনের সঙ্গে অচ্ছেদ্যভাবে জড়িত। ধুলা বালি হইতে কে কবে বাঁচিয়াছে?
------------------------------ ------------------------------
কোনও কিছুকে বাণিজ্যিক জায়গায় লইয়া গেলেই তাহা আবশ্যক হইয়া পরে। সকল কিছু দরদাম করিবার পণ্য নহে। বিপণনের জায়গায় নিলেই তাহা প্রয়োজনের বাধ্য হইয়া পরে। তখনই তার মাধুর্য-চ্যুতি হয় ও জৌলুস হারায়। চারিদিক হইতে কয়েদখানার গারদ আসিয়া ঘিরিয়া ধরে। বিপণনের ক্ষেত্র যতই বাড়িতে থাকিবে, শিল্পের ক্ষেত্র ততই তার মাধুর্য হারাইবে। তবে কিছু করার নাই। অর্থনীতির নিয়মে ইহা হইবেই। "মৎস্য মারিব, খাইব সুখে", সেই দিন চলিয়া গিয়াছে।
Tweet
------------------------------
কোনও কিছুকে বাণিজ্যিক জায়গায় লইয়া গেলেই তাহা আবশ্যক হইয়া পরে। সকল কিছু দরদাম করিবার পণ্য নহে। বিপণনের জায়গায় নিলেই তাহা প্রয়োজনের বাধ্য হইয়া পরে। তখনই তার মাধুর্য-চ্যুতি হয় ও জৌলুস হারায়। চারিদিক হইতে কয়েদখানার গারদ আসিয়া ঘিরিয়া ধরে। বিপণনের ক্ষেত্র যতই বাড়িতে থাকিবে, শিল্পের ক্ষেত্র ততই তার মাধুর্য হারাইবে। তবে কিছু করার নাই। অর্থনীতির নিয়মে ইহা হইবেই। "মৎস্য মারিব, খাইব সুখে", সেই দিন চলিয়া গিয়াছে।
No comments:
Post a Comment
অনুগ্রহ করে আপনার ব্ক্তব্য এইখানে অবশ্যই লিখুন......