কামড়া-কামড়ি
রামবাবুর স্ত্রী ইশকুলে শিক্ষকতার কাজ করেন।
ইশকুলে যে নতুন প্রধান শিক্ষিকা নিয়োগ হইবে, সে প্রধান হিসাবে কেমন মানুষ হইবে, এই বিষয়ে রামবাবুর স্ত্রী মন্তব্য করিয়াছেন, "আমাদের কামড়াইলে আমরাও কামড়াই।"
শুনিয়া রামবাবু বলিয়াই ফেলিলেন, "সর্বনাশ!!!!!! সে তো শিয়াল-কুকুরের স্বভাব।" তিনি বলিয়া চলিলেন, "না না, কামড়, টামড় দেওয়া উচিত নয়। মানুষের কি উহা সাজে? বড় জোর আঁচড়াইয়া দিতে পারো। তাও ঠিক ভালো দেখায় না।"
শুনিয়া রামবাবুর স্ত্রী একটু ক্ষুণ্ণ বোধ করিলেন। মুখে কিছু বলিলেন না।
Tweet
রামবাবুর স্ত্রী ইশকুলে শিক্ষকতার কাজ করেন।
ইশকুলে যে নতুন প্রধান শিক্ষিকা নিয়োগ হইবে, সে প্রধান হিসাবে কেমন মানুষ হইবে, এই বিষয়ে রামবাবুর স্ত্রী মন্তব্য করিয়াছেন, "আমাদের কামড়াইলে আমরাও কামড়াই।"
শুনিয়া রামবাবু বলিয়াই ফেলিলেন, "সর্বনাশ!!!!!! সে তো শিয়াল-কুকুরের স্বভাব।" তিনি বলিয়া চলিলেন, "না না, কামড়, টামড় দেওয়া উচিত নয়। মানুষের কি উহা সাজে? বড় জোর আঁচড়াইয়া দিতে পারো। তাও ঠিক ভালো দেখায় না।"
শুনিয়া রামবাবুর স্ত্রী একটু ক্ষুণ্ণ বোধ করিলেন। মুখে কিছু বলিলেন না।
No comments:
Post a Comment
অনুগ্রহ করে আপনার ব্ক্তব্য এইখানে অবশ্যই লিখুন......